বারশত বাহাত্তর বছর
আগের কথা। ইসলামী দুনিয়ায় তখন উমাইয়া খলীফাদের শাসন। উমাইয়া বংশের উমার বিন আবদুল
আযীয দামেস্কের সিংহাসনে আসীন।
একদিনের ঘটনা। খলীফা
উমার ইবনে আবদুল আযীযের কাছে উপহার এলো। আপেলের উপহার। আপেলের পক্কতা এবং সুমিষ্ট গন্ধে
খলীফা খুবই খুশী হলেন। আপেল কিছুক্ষণ নেড়ে-চেড়ে তিনি আপেল মালিকের
কাছে ফেরত পাঠালেন। সেখানে উপস্থিত একজন এটা দেখে অনুযোগ করে বললেন,
‘খলীফা, মহানবী (সাঃ) তো এরূপ উপহার গ্রহণ করতেন।’
উত্তরে খলীফা বললেন,
‘এরুপ উপহার আল্লাহর নবীর কাছে সত্যই উপহার, কিন্তু আমাদের বেলায় ঘুষ।’
No comments:
Post a Comment