মহানবীর (সাঃ) মৃত্যুর
পর আবু বকর (রাঃ) খলীফা নির্বাচিত হলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে মহানবী
(সাঃ) সিরিয়ায় একটি অভিযান প্রেরণের সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর মৃত্যুর
ঘটনায় সেই মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। কিন্তু আবু বকর (রাঃ) খলিফা হয়েই
সেই অভিযান প্রেরণের উদ্যোগ নিলেন। মুসলিম নেতৃবৃন্দের অনেকেই এর সাথে
দ্বিমত পোষণ করলেন এই বলে যে, মদীনা
অরক্ষিত হয়ে পড়লে মহানবীর (সাঃ) মৃত্যুর সুযোগ নিয়ে গোলযোগকারী যারা
মাথা তুলতে চাচ্ছে, তারা
সুযোগ পেয়ে যেতে পারে।
জবাবে খলিফা আবু বকর
(রাঃ) বললেন, "মহানবীর
(সাঃ) কোন সিদ্ধান্তকে আমি অমান্য করতে পারবো না। মদীনা হিংস্র
বন্য জন্তুর শিকারে পরিণত হয় হোক, কিন্তু
সেনাবাহিনীকে তাদের মৃত মহান নেতার ইচ্ছা পূরণ করতেই হবে।"
হযরত আবু বকরের (রাঃ)
প্রেরিত এই অভিযান ছিল সিরিয়া, পারস্য
ও উত্তর আফ্রিকায়
ইসলামের বিজয় অভিযানের মিছিলে প্রথম গৌরবোজ্জ্বল অভিযাত্রা।
অভিযাত্রা সফল
হয়েছিল। দেড়মাস পর সেনাপতি উসামা বিজয়ীর বেশে মদীনায় ফিরে এসেছিলেন।
No comments:
Post a Comment