ইসলামী সাম্রাজ্যের
রাজধানী তখন বাগদাদ।
আব্বাসীয় খলীফা আল-মানসূরের তখন শাসনকাল। আল-মানসূরের অধীনে মিসর তখন
সমৃদ্ধশালী ও সুখী একটি প্রদেশ। ইসলামী বিচার-ব্যবস্থার তখনও
স্বর্ণযুগ।
সে সময় মিসরে এক কাযী
ছিলেন। ৭৬১ খৃষ্টাব্দে তিনি তাঁর পদে নিয়োগ লাভ করেন। তিনি ছিলেন অত্যন্ত
ধর্মভীরু। তিনি সরকারী কাজের জন্য যে বেতন নিতেন, তা খরচের ব্যাপারে খুব হুঁশিয়ার ছিলেন।
তিনি মনে করতেন, যে বেতন
তিনি নেন, সেটা
তাঁর সরকারী কাজের সময়ের জন্যে। সুতরাং তিনি যে সময় নিজের কাজ করতেন, সে
সময়ের জন্য বেতন নেয়াকে তিনি হক মনে করতেন না। তাই দেখা
যেত, তিনি যখন নিজের কাপড় কাচতেন কিংবা
কোন জানাযায় যেতেন বা নিজের কোন কাজ করতেন, তখন
হিসেব করে সে সময়ের পয়সা
বেতন থেকে বাদ দিতেন।
তিনি তাঁর বিচার
কাজের অবসরে, প্রতিদিন
দু’টি করে ঘোড়ার মুখের
সাজ তৈরি করতেন।
দু’টি সাজের একটির
বিক্রয়লব্ধ টাকা তিনি নিজের জন্য খরচ করতেন, অপরটির টাকা আলেকজান্দ্রিয়ায় তাঁর এক
বন্ধুর নামে পাঠাতেন, যিনি
কাফিরদের বিরুদ্ধে
জিহাদে লিপ্ত ছিলেন।
No comments:
Post a Comment