ইসলামী সাম্রাজ্যের
খলীফা আবু জাফর আল-মানসুর। প্রবল প্রতাপশালী খলীফা তিনি। তিনি যেমন
ভালোবাসেন তাঁর রাজ্যকে, তেমনি
ভালোবাসেন রাজ্যের প্রতিটি নাগরিককে। প্রতিটি নাগরিকের জীবন, সম্পদ ও অধিকার তাঁর কাছে পরম পবিত্র।
একদিন খলীফা
আল-মানসুরকে জানানো হলো, একজন
মুসলিম মহিলা নোভারী রাজ্যে বন্দী রয়েছে। এই খবর শোনার পরই খলীফা সসৈন্যে
নোভারী রাজ্যের দিকে যাত্রা করলেন। নোভারীর রাজা গার্সিয়া অদম্য
আল-মানসুরের এই অভিযানে ভীত হয়ে পড়লেন এবং আল-মানসুরেরে
কাছে দূত পাঠিয়ে বললেন, “খলীফা
যে তাকে শাস্তি দিতে আসছেন, তার অপরাধ কি?”
আল-মানসুর গর্জন করে
দূতকে বললেন, “কি,
আপনার মনিব কি আমার
কাছে শপথ করে বলেননি
যে, কোন মুসলমান বন্দী
তার দেশে নেই। এখন আমি জানতে পেরেছি একজন মুসলিম মহিলা তার দেশে। আমি নোভারী থেকে
যাব না যতক্ষণ না আপনার মনিব ঐ মহিলা বন্দিকে আমার হাতে ফেরত দেন।”
এই খবর পেয়ে গার্সিয়া
সঙ্গে সঙ্গে
সংশ্লিষ্ট মহিলা বন্দীকে এবং সেই সাথে খুঁজে পেয়ে আরও দু'জন মুসলিম বন্দীকে আল-মানসুরের কাছে ফেরত পাঠালেন
এবং শপথ করলেন যে, কোন
মুসলিম বন্দীই
আর তার দেশে নেই।
No comments:
Post a Comment