“এমন এক সময় ছিল আমার জীবনে,
যখন আমি খালাম্মার
ছাগল চরাতাম। পরিবর্তে তিনি আমাকে দিতেন মুষ্টিতে করে খেজুর। আর আজ সেই আমি এই অবস্থায়
উপনীত হয়েছি।” একদিন
মসজিদের মিম্বরে উঠে হযরত উমার (রাঃ) শুধু একথা কয়টি বলেই নেমে পড়লেন।
ঐ কথাগুলো এবং
এই ধরণের অস্বাভাবিক আচরণ দেখে সবাই অবাক হলেন। আব্দুর রহমান ইবন আউফ বলেই
ফেললেন, “আমীরুল
মুমিনীন, এর
দ্বারা তো আপনি লোকদের সামনে নিজেকে ছোট করলেন।”
হযরত উমার (রাঃ)
বললেন, “ঘটনা
হলো, একাকীত্বের সময় আমার
মনে একথা জেগেছিল যে, তুমি
আমীরুল মুমিনীন, তোমার
চেয়ে বড় কে হতে পারে। তাই আমি প্রকৃত ঘটনা প্রকাশ করে দিলাম যেন ভবিষ্যতে
এমন কথা মনে আর না জাগে।”
No comments:
Post a Comment