৬৩৫ খ্রিস্টাব্দ। তখন কাদেসিয়ায়
যুদ্ধ চলছিল। খলীফা উমার (রাঃ) উদ্বিগ্ন ছিলেন ফলাফল জানার জন্যে। সেদিন মদিনার বাইরে তিনি পায়চারি
করছিলেন যুদ্ধক্ষেত্র থেকে কোন দূতের প্রতীক্ষায়।
এমন সময় তিনি দেখলেন
অনেক দূরে ধুলি উড়িয়ে একজন ঘোড়সওয়ার ছুটে আসছেন মদীনার দিকে।
ঘোড়সওয়ার কাছে আসতেই খোঁজ নিয়ে তিনি জানতে পারলেন কাদেসিয়া থেকে সেনাপতি সা’দ তাকে পাঠিয়েছেন। খলীফার কাছে যুদ্ধের
বিজয়বার্তা তিনি বয়ে এনেছেন।
দূত সাধারণ পোশাক
পরিহিত খলীফাকে চিনল না। খলীফা তার উটের পাশ ঘেঁষে হেঁটে হেঁটে মদীনার দিকে চললেন। দূত উটের পিঠে
আর খলীফা উটের পাশে পায়ে হেঁটে। সামান্য অহমিকাও খলীফার মধ্যে নেই।
লেখকঃ আবুল আসাদ (আমরা সেই সে জাতি-দ্বিতীয় খন্ড)
No comments:
Post a Comment