আল্লাহর ধ্যানে
সর্বদা মশগুল থাকতেন তাপসী রাবেয়া বসরী। সকল সৃষ্টির স্রষ্টা, সব সৌন্দর্যের উৎস পরম প্রভু আল্লাহই
ছিল তাঁর ধ্যান-জ্ঞান।
বসরায় সেদিন বসন্তের
সকাল। বসরার বিখ্যাত গোলাপ বাগানগুলো ফুলসম্ভারে পূর্ণ। বাতাস সে ফুলের গন্ধ ছড়িয়ে
চারদিক মোহিত করছিল। পাখি গান গাইছিল। বুলবুলি গুলো যেন ফিসফিস করে গোলাপের
প্রতি তাদের ভালবাসা প্রকাশ করছিল। চারদিকটা বসন্তের নতুন প্রাণচাঞ্চল্যে
নেচে উঠছিল।
পরিচারিকা তাপসী
রাবেয়াকে গিয়ে বললো, বাইরে
আসুন। দেখুন, বসন্তে
প্রকৃতি কি
অপূর্ব রূপ সম্ভারে সেজেছে। রাবেয়া তাঁর নামাযের ঘর থেকে বললেন, ‘বাইরের দুনিয়া স্বতঃ পরিবর্তনশীল। রূপবৈচিত্র্য
আর কি দেখব, তুমি
আস এবং একবার বসন্তের
যিনি স্রষ্টা তাঁর অকল্পনীয় সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখ।’
পরম প্রভুর পরম
সৌন্দর্য যাঁরা উপলদ্ধি করেন, দুনিয়ার
কোন সৌন্দর্যই তাঁদের কাছে সৌন্দর্য নয়।
লেখকঃ আবুল আসাদ (আমরা সেই সে জাতি-দ্বিতীয় খন্ড)
No comments:
Post a Comment