১০৭২ সাল।
সেলজুক বংশের
সর্বশ্রেষ্ঠ সুলতান মালিক শাহ তখন ক্ষমতায়। ছোট ভাইয়ের সাথে বিরোধ চলছিল মালিক শাহের। সিংহাসনের
দাবী করে বিদ্রোহ করেছিল তাঁর ছোট ভাই।
সে সময়ের একটি ঘটনা।
সেলজুক সুলতান মালিক
শাহ একদিন তাউস এর একটা মসজিদ পরিদর্শনে গিয়েছিলেন। মসজিদ থেকে বের হবার পথে তিনি প্রধান
উজির নিজামুল মুলককে জিজ্ঞেস করলেন, ‘আপনি মসজিদে যে দোয়া করেছেন সেটা কি?’
নিজামুল মুলক বললেন,
‘আমি দোয়া করেছি
আল্লাহ যাতে আপনাকে আপনার ভাইয়ের উপর বিজয় দান করেন।’
মালিক শাহ বললেন,
‘আর আমি কি দোয়া করেছি
জানেন?’
জিজ্ঞেস করার পর
তিনিই উত্তরে বললেন, ‘আল্লাহ
রাব্বুল আলামিনকে আমি এটুকুই বলেছি, হে আল্লাহ, জনগণের জন্য যার শাসন মঙ্গলকর হবে,
তাকেই আপনি শাসন ক্ষমতা
দান করুন।’
No comments:
Post a Comment