Wednesday, January 2, 2019

খলীফা ফরমাশ খাটলেন

খলীফা মামুনের প্রাসাদ। তাঁর প্রাসাদে অতিথি এসেছেন। অতিথি জ্ঞানী ইয়াহইয়া। মেহমান-মেজবান আলোচনায় রত।

গভীর রাত। মোমবাতির আলো জ্বলেছে ঘরে। অতিথির পিপাসা পেয়েছে। পানির জন্য উৎসুক হয়ে এদিক ওদিক খুঁজতেই খলীফা মামুন জিজ্ঞেস করলেন, “কি চাই আপনার?” অতিথি ইয়াহইয়া তাঁর তৃষ্ণার তখা জানালেন

শুনেই খলীফা উঠে দাঁড়ালেন পানি আনার জন্য

ইয়াহইয়া ব্যস্ত হয়ে খলীফাকে অনুরোধ করলেনআপনি না উঠে কোন ভৃত্যকে ডাকলে হতো না?”

খলীফা মামুন বললেন, “না না, তা হয় না। খলীফা বলেই কি আপনি আমাকে একথা বলছেন? খলীফা পানি নিয়ে আসতে দোষ কি? স্বয়ং মহানবীই (সাঃ) বলে গেছেন, জাতির প্রধান ব্যাক্তি জনগণের সাধারণ ভৃত্য মাত্র।

ইয়াহইয়া খলীফার কথার কোন জবাব দিতে পারলেন না

মহানবীর (সাঃ) প্রতি, মহানবীর (সাঃ) প্রচারিত আদর্শের প্রতি অপরিসীম শ্রদ্ধায় মাথা নুয়ে এল তাঁর

সর্বশক্তিমানের দেয়া কি সে মহান আদর্শ

সে আদর্শ বাদশাহকে বানিয়েছে ফকির, খলীফাকে বানিয়েছে জনগণের ভৃত্য, সেবক রক্ষক

লেখকঃ আবুল আসাদ (আমরা সেই সে জাতি-প্রথম খন্ড)

No comments:

Post a Comment